Who directed the liberation war-based documentary film 'innocent Million'?
Solution
Correct Answer: Option C
- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ও কুশলী সহায়ক সমিতি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ববাসীর সমর্থনের জন্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেয়।
- এরই অংশ হিসেবে চারটি প্রামাণ্যচিত্র 'স্টপ জেনোসাইড', 'এ স্টেট ইজ বর্ন, 'ইনোসেন্ট মিলিয়ন্স' ও 'লিবারেশন ফাইটার্স' ছিল ১৯/২0 মিনিট সময়কালের।
- প্রথম দুটির পরিচালক জহির রায়হান, তৃতীয়টির বাবুল চৌধুরীর এবং চতুর্থটি আলমগীর কবিরের।
- এসব চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে সরাসরি চিত্রায়ণের মাধ্যমে স্বাধীনতার সত্যায়ন করা, আন্তর্জাতিক সমর্থন আদায় ও বিশ্ব বিবেক জাগ্রত করা, পাকহানাদার বাহিনীর নির্মমতা তুলে ধরা এবং সর্বোপরি দেশবাসীকে উদ্বুদ্ধ করা।