Who directed the liberation war-based documentary film 'innocent Million'?

A Zahir Raihan

B Alamgir Kabir

C Babul Chowdhry

D Tareque Masud

E None

Solution

Correct Answer: Option C

- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ও কুশলী সহায়ক সমিতি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ববাসীর সমর্থনের জন্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেয়।
- এরই অংশ হিসেবে চারটি প্রামাণ্যচিত্র 'স্টপ জেনোসাইড', 'এ স্টেট ইজ বর্ন, 'ইনোসেন্ট মিলিয়ন্স' ও 'লিবারেশন ফাইটার্স' ছিল ১৯/২0 মিনিট সময়কালের।
- প্রথম দুটির পরিচালক জহির রায়হান, তৃতীয়টির বাবুল চৌধুরীর এবং চতুর্থটি আলমগীর কবিরের।
- এসব চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে সরাসরি চিত্রায়ণের মাধ্যমে স্বাধীনতার সত্যায়ন করা, আন্তর্জাতিক সমর্থন আদায় ও বিশ্ব বিবেক জাগ্রত করা, পাকহানাদার বাহিনীর নির্মমতা তুলে ধরা এবং সর্বোপরি দেশবাসীকে উদ্বুদ্ধ করা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions