Solution
Correct Answer: Option A
• By any good – পরিস্থিতি মোকাবেলায় কিছুটা সহায়ক হওয়া।
• Be no good – সহায়ক না হওয়া।
• Be much good – যথেষ্ট সহায়ক হওয়া।
• It is no good, it is no use ( কোনো লাভ নেই, নিরর্থক) এর পরে, মূল Verb এর শেষে ing যুক্ত হয়।
• এক্ষেত্রে মূল Verb হলো Get. তাই এর শেষে ing যুক্ত করলে উত্তর হবে Getting.
• বাক্যের অর্থঃ হঠাৎ করে রেগে যাওয়া ভালো নয়।