Which of the following historical place contains the tomb of 'Pari Bibi'?
A Star Mosque
B Sixty Dome Mosque
C Lalbagh Fort
D Ahsan Manzil
Solution
Correct Answer: Option C
- লালবাগ কেল্লা হলো মুঘল প্রসাদ। এর পূর্বনাম আওরঙ্গবাদ দুর্গ।
- দুর্গটির নির্মাণ কাজ শুরু করেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহাজাদা মোহাম্মদ আজম শাহ।
- কিন্তু এর নির্মাণ কাজ শেষ করেন শায়েস্তা খান।
- এই কেলার অভ্যন্তরে শায়েস্তা খানের কন্যা পরী বিবির (আসল নাম ইরান দুখ্ত) কবর রয়েছে।