Solution
Correct Answer: Option D
- পৃথিবীর সমস্ত ভাষাকে কয়েকটি ভাষাবৃক্ষে বিভক্ত করা যায়। এ ভাষাবৃক্ষগুলোর মূলভাষার একটি ইন্দো- ইউরোপীয়।
- ভারতীয় উপমহাদেশ থেকে ইউরোপ পর্যন্ত মধ্যবর্তী সব ভাষাকে এই ভাষাবংশের অন্তর্ভুক্ত করা হয়।
- আফ্রিকীয় ও দ্রাবিড়ীয় ভাষাবংশের নাম, তবে হিস্পানি কোনো ভাষাবংশের নাম নয়।