- স্নায়ুযুদ্ধ: সরাসরি যুদ্ধে না গিয়ে নিজস্ব অর্থনৈতিক, সামরিক ও প্রচারণা শক্তির মাধ্যমে ক্ষমতা, প্রভাব ও প্রতিপত্তি বাড়ানোকে স্নায়ুযুদ্ধ বলে।
- ১৯৪৫ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সমাজতান্ত্রিক(Socialist) সোভিয়েত ইউনিয়ন ও পুঁজিবাদী(Capitalist) যুক্তরাষ্ট্রের মধ্যে যে সংঘাত হয় তা মূলত স্নায়ুযুদ্ধ নামে পরিচিত।
- Cold War বা স্নায়ুযুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান তার ‘The Cold War' গ্রন্থে।