ট্রুম্যান রীতি:
- ঘোষনা: ১৯৪৭ সালের ১২ই মার্চ, মার্কিন কংগ্রেসে।
- ঘোষনাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান।
- বিষয়বস্তু: ট্রুম্যান আনুষ্ঠানিকভাবে Cold War শব্দটি ব্যবহার করেন এবং তুরস্ক এবং গ্রিসকে ৪০ কোটি ডলার সহায়তার ঘোষনা দেন।
বি.দ্র. ট্রুম্যান নীতির পরই বিশ্বে ডলার কূটনীতি চালু হয়।