দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪৫ হলে সংখ্যা দুইটি কত?
Solution
Correct Answer: Option D
মনে করি ,একটি সংখ্যা =x
অতএব , অপর সংখ্যাটি =x+১
প্রশ্নমতে ,(x+১)² -x² =৪৫
বা, x² +২x+১-x² =৪৫
বা,২x =৪৪
বা,x=২২
অতএব , অপর সংখ্যা =২২+১=২৩
অতএব ,সংখ্যাদ্বয় ২২ ও ২৩