নিচের কোন ক্ষেত্রে নির্দিষ্ট চতুৰ্ভুজ আঁকা সম্ভব নয়?
A ৪টি বাহু, ১টি কোণ
B ৩টি বাহু, ২ টি কোণ
C ১টি বাহু, ৪টি কোণ
D ৪টি বাহু, ১টি কোণ
Solution
Correct Answer: Option C
নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় নিম্নোক্ত ৫টি উপাত্ত এর যে কোন একটি দেওয়া থাকলে-
(i) ৪টি বাহু ও ১ টি কোণ
(ii) ৪টি বাহু ও ১টি কর্ণ
(iii) ৩টি বাহু ও ২টি কর্ণ
(iv) ৩টি বাহু ও ২টি কোণ
(v) ২টি বাহু ও ৩টি কোণ
.: প্রদত্ত অপশনের ‘গ’ ১টি বাহু ও ৪টি কোণ দিয়ে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অংকন সম্ভব নয় ।