কবিকঙ্কণ- কার উপাধি?

A বিজয় গুপ্ত

B দ্বিজ মাধব

C মুকুন্দরাম চক্রবর্তী

D মালাধর বসু

Solution

Correct Answer: Option C

মুকুন্দরাম চক্রবর্তী (১৫৪০-১৬০০) জমিদার নন্দন রঘুনাথ রায়ের গৃহ শিক্ষক ছিলেন । রঘুনাথের অনুরোধে মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন । চণ্ডীমঙ্গল কাব্য রচনার জন্য তিনি কবি কঙ্কন উপাধি লাভ করেন ।
 
গুরুত্বপূর্ণ কিছু উপাধি / ছদ্মনামঃ 
জরাসন্ধ - চারুচন্দ্র চক্রবর্তী, 
বানভট্ট- নীহার রঞ্জন রায়, 
নাগরিক কবি - সমরসেন, 
মজলুম আদিব- শামসুর রাহমান,
কালকূট- সমরেশ মজুমদার, 
বনফুল - বলাই চাঁদ মুখোপাধ্যায়, 
চারণ কবি- মুকুন্দরাম চক্রবর্তী ইত্যাদি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions