একটি বাইসাকেলের মূল্য ১০, ০০০ টাকা। উহা ১০% বাট্টায় ক্রয় করা হলো। তিনমাস ব্যবহারের পর ক্রয়মূল্যর উপর ১৫% বাট্টায় বিক্রি করলে বিক্রয়মূল্য কত ছিল?
A ৮৫০০ টাকা
B ৭৬৫০ টাকা
C ৭৫০০ টাকা
D ৮০০০ টাকা
Solution
Correct Answer: Option B
বাইসাইকেলের মূল্য =১০০০০ টাকা
১০% বাট্টায় ক্রয়মূল্য =[১০০০০ -{ ১০০০০ × (১০/১০০)}]
=১০০০০ - ১০০০
=৯০০০ টাকা
আবার,
১৫% বাট্টার বিক্রয়মূল্য =[ ৯০০০ - {৯০০০ × (১৫/১০০)}]
=(৯০০০ - ১৩৫০)
=৭৬৫০