কোন দেশের লিখিত সংবিধান নেই?
A যুক্তরাষ্ট
B কানাডা
C যুক্তরাজ্য
D ইতালি
Solution
Correct Answer: Option C
- ব্রিটেন বা যুক্তরাজ্যের কোন লিখিত সংবিধান নেই ।
- ব্রিটেন বা যুক্তরাজ্যের শাসনতন্ত্রের বাইবেল নামে অভিহিত করা হয় 'ম্যাগনাকার্টাকে ।
- এটি স্বাক্ষরিত হয় ১২১৫ সালে ।
- যুক্তরাজ্যের আইনসভার নাম 'পার্লামেন্ট '। এটি দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা ।