সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরন কী?

A অবলহিত রশ্মি

B গামা রশ্মি

C লেজার রশ্মি

D এর কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

তড়িতচৌম্বক বর্ণালিতে থাকে দৃশ্যমান আলো, অবলোহিত বিকিরণ, বেতার তরঙ্গ, অতিবেগুনি রশ্মি, এক্স-রে রশ্মি ও গামা রশ্মি।
এদের তরঙ্গদৈর্ঘ্যের ক্রম: -
বেতার তরঙ্গ > অবলোহিত রশ্মি > দৃশ্যমান আলো > অতিবেগুনি রশ্মি > এক্স-রে রশ্মি > গামা রশ্মি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions