কান্তজীউ মন্দির কোন জেলায় অবস্থিত?

A জয়পুরহাট

B কুমিল্লা

C রাঙ্গামটি

D দিনাজপুর

Solution

Correct Answer: Option D

কান্তজীউ মন্দির ইটের তৈরি আঠারো শতকের মন্দির ।দিনাজপুর শহর থেকে প্রায় ১৯ কিমি উত্তরে এবং দিনাজপুর -তেতুলিয়া সড়কের প্রায় ২ কিমি পশ্চিমে ঢেপা নদীর অপর পাড়ে এক শান্ত নিভৃত গ্রাম কান্তনগরে এটি স্থাপিত । সুত্র অনুযায়ী দিনাজপুরের মহারাজ প্রাননাথ ১৭২২ সালে এ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions