বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত?
A কক্সবাজার
B চট্টগ্রাম
C খুলনা
D পটুয়াখালী
Solution
Correct Answer: Option D
বাংলাদেশে তিনটি সমুদ্র বন্দর রয়েছে । প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম । বাংলাদেশের তৃতীয় বন্দর পায়রা। এটি পটুয়াখালী জেলার কলাপাড়ার রাবনাবাদ চ্যানেলে অবস্থিত ।