গ্রেট ব্রিটেন নিয়ে গুরুত্তপুর্ণ তথ্যঃ
১.ইংল্যান্ড+ স্কটল্যান্ড+ ওয়েলস = গ্রেট ব্রিটেন(১৭০৭ সালে)
২.ইংল্যান্ড+ স্কটল্যান্ড+ আয়ার ল্যান্ড+ওয়েলস = যুক্তরাজ্য( ১৮০১ সালে)
৩.পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে> যুক্তরাজ্যে
৪.ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়> ম্যাগনাকার্টা (১২১৫)
৫.ইংল্যান্ডের শাসনতন্ত্রের বাইবেল ম্যাগনাকাটা স্বাক্ষরিত হয় >রানীমেড দ্বীপে > রাজা জন ও ইংল্যান্ডের জনগণের মধ্যে।
৬.যুক্তরাজ্যের সংবিধান > অলিখিত
৭.যুক্তরাজ্যের সর্বোচ্চ পবর্তশৃঙ্গ? বেননেভিস
৮.ইউরোপ তথা বিশ্বের সবচেয়ে বড় শহর / বিশ্বে রাজধানী> লন্ডন
৯.ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস নিয়ে গ্রেট ব্রিটেন গঠিত যা টেমস নদীর তীরে অবস্থিত।
১০.ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয় অষ্টদশ শতাব্দীর শেষ দিকে
১১.যুক্তরাজ্যের বেসামরিক সর্বোচ্চ খেতাব > নাইট হুট
১২.ভিক্টোরিয়া ক্রস হল ব্রিটেনের সামরিক সর্বোচ্চ খেতাব
১৩.The king can do no wrong লেখা আছে ব্রিটেনের সংবিধানে
১৪.১ম বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন> হেনরি আসকুইথ ও ডেভিট লয়েড জর্জ।
১৫.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন > উইন্সটন চার্চিল+চেম্বার লিন
১৬. ব্রিটেনের ১ম প্রধানমন্ত্রী > স্যার রবার্ট ওয়ালপোল
১৭. ব্রিটেনেরে ১ম রাজা ছিলেন > অ্যালফ্রেড দি গ্রেট
১৮.অস্ট্রেলিয়া, কানাডা ও জ্যামাইকা তাদের দেশের সর্বপ্রধান হিসেবে ব্রিটেনের রানী কে মানেন।
১৯.একজন রাজা সাধারণ মহিলাকে বিয়ে করে সিংহাসনচু্ত হন > ৮ম অ্যাডওয়ার্ড
২০. চ্যান্সেলর অব দ্য এক্সচেকার হলো > ইংল্যান্ডের অর্থমন্ত্রীর উপাধি
২১.ইংল্যান্ড এবং ফ্রান্স এর মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয় > ১৩৩৮ সালে
২২.ইউরোপের লৌহমানবী মার্গারেট থ্যাচার ক্ষমতায় ছেলেন > ১১ বছর