ইউরো মুদ্রা চালু হয় কোন সাল থেকে?
A ১৯৯৭
B ১৯৯৮
C ২০০০
D ১৯৯৯
Solution
Correct Answer: Option D
- ইউরোপীয় ইউনিয়ন এর একক মুদ্রা ইউরো প্রথম চালু হয় ১ জানুয়ারি ,১৯৯৯ সালে ।
- এ মুদ্রার জনক রবার্ট মুণ্ডেল ।
- একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা চালু হয় ২০০২ সালে।