Solution
Correct Answer: Option C
- বিশিষ্ঠ গ্রন্থকার আবু ইসহাকের কালজয়ী উপন্যাস সূর্য দীঘল বাড়ী।
- এটি ১৯৫৫ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির উল্লেখযোগ্য চরিত্র- জয়গুন, মায়মুন,ঙ্করিম বক্স, জোবেদ ফকির, আঞ্জুমান, গদু প্রধান।
- এই উপন্যাস অবলম্বনে ১৯৭৯ সালে 'সূর্য দীঘল বাড়ি' নামে চলচ্চিত্র মুক্তি পায়।