'যিনি জজ তিনিই সাহেব' = জজ সাহেব -কোন সমাস?
Solution
Correct Answer: Option C
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষণভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান্রুপে প্রতীয়মান হয়,তাকে কর্মধারয় সমাস বলে। যেমন- যিনি জজ তিনিই সাহেব =জজ সাহেব ,শান্ত অথচ শিষ্ট =শান্তশিষ্ট ।