দুই সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ৩৬ হলে অপরটি কত?
Solution
Correct Answer: Option C
ধরি ,অপর সংখ্যাটি x
আমরা জানি , দুটি সংখ্যা গুণফল =সংখ্যা দুটির গ সা গু×ল সা গু
বা , ৩৬x=২×৩৬০
বা, x =(২×৩৬০)/৩৬
=২০
অর্থাৎ অপর সংখ্যাটি ২০