A মুসলমানদের একটি পবিত্র স্থান
B ইহুদিদের একটি ধর্মীয় প্রতিষ্ঠান
C আফগানিস্তানের শাসনকার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ
D তিব্বতের আধ্যাতিক নেতা
Solution
Correct Answer: Option C
- আফগানিস্তানের বিভিন্ন সম্প্রদায়, সম্মানিত উপজাতীয় ও রাজনৈতিক নেতাদের সর্বোচ্চ পরিষদ লয়া জিরগা।
- আফগানিস্তানের দ্বি-কক্ষ বিশিষ্টি আইনসভার নাম National Assembly।
- এর নিম্নকক্ষের নাম ওলেসি জিরগা (House of the people) এবং উচ্চকক্ষের নাম মেশরানো জিরগা ( House of Elders )।