কোন ভাষা হতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
A সংস্কৃত
B প্রাকৃত
C হিন্দি
D পালি
Solution
Correct Answer: Option B
ইন্দো - ইউরোপীয় ভাষাগোষ্ঠীর প্রাকৃত ভাষার রূপ থেকে বাংলা ভাষার সৃষ্টি ।
আর বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপির তিনটি রূপ রয়েছে।
- সারদা,
- নাগর ও
- কুটিল।