একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৪২ সে.মি. এবং এর পরিসীমা ১ মিটার, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
Solution
Correct Answer: Option A
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ = ক সেন্টিমিটার
আমরা জানি,
১ মিটার = ১০০ সেন্টিমিটার
প্রশ্নমতে,
২(ক + ৪২) = ১০০
বা, ক + ৪২ = ৫০
বা, ক = ৫০ - ৪২
∴ ক = ৮
আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = ৪২ × ৮ = ৩৩৬ বর্গসে.মি.