বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অজর্নকারী খাত কোনটি?

A চামড়া ও চামড়া জাত পণ্য

B চা

C পাট

D তৈরি পোশাক

Solution

Correct Answer: Option D

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে বাংলাদেশের সরবাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হল তৈরি পোশাক .২০১৬-১৭ অর্থবছরে তৈরি পোশাকের মোট রপ্তানি আয় ১৪,৩৯৩ মিলিয়ন মার্কিন ডলার ,যা মোট রপ্তানির ৪১.৫৩%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions