কোনটি তৎপুরুষ সমাস?

A জ্ঞানমানব

B মহাকাব্য

C শতাব্দী

D মন্ত্রমুগ্ধ

Solution

Correct Answer: Option D

- পূর্বপদে তৃতীয়া বিভক্তি (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপ পেয়ে যে সমাস হয় তাই তৃতীয়া তৎপুরুষ সমাস।
- যেমন: মন্ত্র দ্বারা মুগ্ধ = মন্ত্রমুগ্ধ।
- শত অব্দের সমাহার = শতাব্দী (দ্বিগু সমাস);
- মহান যে কাব্য = মহাকাব্য (কর্মধারয় সমাস);
- জ্ঞান মানব যিনি = জ্ঞানমানব (বহুব্রীহি)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions