‘খাপছাড়া’ গ্রন্থটির রচয়িতা কে?

A শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

B রবীন্দ্রনাথ ঠাকুর

C জসীমউদ্দীন

D দ্বিজেন্দ্রলাল রায়

Solution

Correct Answer: Option B

- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শিশুতোষ কাব্যগ্রন্থ 'খাপছাড়া' (১৯৩৭)।
- তিনি কাব্যটি রাজশেখর বসুকে (পরশুরাম) উৎসর্গ করেন।
• তাঁর রচিত অন্যান্য কাব্য:
- ‘কবি- কাহিনী',
- 'বনফুল',
- ‘সন্ধ্যা-সংগীত',
- 'প্রভাতসঙ্গীত',
- ‘কড়ি ও কোমল',
- 'ভানুসিংহ ঠাকুরের পদাবলি',
- 'মানসী',
- 'সোনার 'তরী',
- 'চিত্রা',
- 'চৈতালি',
- 'কণিকা',
- 'কথা ও কাহিনী',
- 'ক্ষণিকা',
- 'কল্পনা',
- 'নৈবেদ্য',
- 'স্মরণ',
- 'খেয়া',
- 'উৎসর্গ',
- ‘বলাকা',
- ‘পলাতকা',
- 'মহুয়া',
- 'পরিশেষ',
- 'পুনশ্চ',
- ‘শেষসপ্তক',
- 'শ্যামলী',
- 'পত্রপুট',
- ‘সেঁজুতি’,
- ‘আকাশ প্রদীপ',
- 'নবজাতক',
- 'জন্মদিনে',
- 'শেষলেখা',
- 'স্ফুলিঙ্গ'।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions