Solution
Correct Answer: Option C
দেওয়া আছে, x + y = 6
xy = ?
এখানে, x = 1, 2, 3, 4, 5
কিংবা y = 1, 2, 3, 4, 5 বসালে x + y = 6 শর্ত সিদ্ধ করে।
এখন, x = 1, y = 5 হলে 1 x 5 = 5
x = 2, y = 4 হলে 2 x 4 = 8
x = 3, y = 3 হলে 3 × 3 = 9
.: x এর সর্বোচ্চ মান হবে = 3 x 3 = 9
[ 6/2 = 3 অর্থাৎ x ও y এর প্রত্যেকটির মান 3 নিলে xy এর সর্বোচ্চ মান পাওয়া যাবে।]