Welt politiks এর প্রবক্তা কে?
A উড্রো উইলসন
B পঞ্চম জর্জ
C দ্বিতীয় নিকলাস
D দ্বিতীয় উইলিয়াম
Solution
Correct Answer: Option D
Welt politiks বা বিশ্ব রাজনীতির প্রবক্তা হলো জার্মানির সম্রাট দ্বিতীয় উইলিয়াম কাইজার। তিনি সমগ্র পৃথিবীতে জার্মানির প্রাধান্য স্হাপন করতে সচেষ্ট ছিলেন। তার এই উপনিবেশবাদ চিন্তার কারণেই তাকে welt politiks এর প্রবক্তা বলা হয়।