ইউরোপের ধর্ম যুদ্ধের পূর্ব নাম-
A ২০ বছরের যুদ্ধ
B ৫০ বছরের যুদ্ধ
C ৪০ বছরের যুদ্ধ
D ৩০ বছরের যুদ্ধ
Solution
Correct Answer: Option D
"ইউরোপের ধর্মযুদ্ধ" ইউরোপের ইতিহাসে দীর্ঘতম এবং সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধ। খ্রিস্টান প্রোটেস্টেন্ট ও ক্যাথলিকদের মধ্যে ১৬১৮ থেকে ১৬৪৮ বছর পর্যন্ত মোট ৩০ বছর এ যুদ্ধ সংঘটিত হয় বলে একে "ত্রিশ বছরের যুদ্ধ" বা Thirty years' war বলা হয়।