একটি সিন্টোল ও একটি ডায়াস্টোলের সমন্বয়ে একটি হৃদস্পন্দন সম্পন্ন করতে সময় লাগে-

A ০.৫ সেকেন্ড

B ০.৮ সেকেন্ড

C ০.২ সেকেন্ড

D ০.৪ সেকেন্ড

Solution

Correct Answer: Option B

- একটি সিস্টোল এবং একটি ডায়াস্টোল মিলিয়ে একটি পূর্ণ হৃৎস্পন্দন সম্পন্ন হয়।
- প্রতিটি হৃৎস্পন্দনে সময় লাগে প্রায় ০.৮ সেকেন্ড।
- একজন সুস্থ মানুষের হার্ট প্রতি মিনিটে প্রায় ৬০ থেকে ১০০ বার স্পন্দিত হয়, যা হার্ট-বিট নামে পরিচিত।
- স্টেথোস্কোপ নামক যন্ত্রের মাধ্যমে মানুষের হৃৎস্পন্দন শোনা যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions