রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল প্রাইজ অর্জন করেন কে?
A জর্জ ওয়াশিংটন
B হিটলার
C উড্রো উইলসন
D উইনস্টল চার্চিল
Solution
Correct Answer: Option D
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪০-৪৫ এবং পরে ১৯৫১-৫৫ পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
- বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা নিয়ে রচনা করেন ‘History of the Second World War’ ।
- এ গ্রন্থটির জন্য রাজনীতিবিদ চার্চিল সাহিত্যিক হিসেবে ১৯৫৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
♦ নোবেল পুরস্কার ২০২৪
• মোট বিজয়ী : ১১ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান।
• পুরুষ ১০ ও নারী ১।
• চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্ব:
১) ভিক্টর অ্যামব্রোস (যুক্তরাষ্ট্র)
২) গ্যারি রাভকুন (যুক্তরাষ্ট্র)
• পদার্থবিজ্ঞান:
১) জন জে হপফিল্ড (যুক্তরাষ্ট্র)
২) জিওফ্রে ই হিন্টন (কানাডা)
• রসায়ন:
১) ডেভিড বেকার (যুক্তরাষ্ট্র)
২) ডেমিস হাসাবিস (যুক্তরাজ্য)
৩) জন এম জাম্পার (যুক্তরাজ্য)
• সাহিত্য:
১) হান ক্যাং (দ. কোরিয়া)
• শান্তি:
১) নিহন হিদানকিও (জাপান) [প্রতিষ্ঠান]
• অর্থনীতি:
১) ড্যারন আসেমোগলু (যুক্তরাষ্ট্র)
২) সাইমন জনসন (যুক্তরাষ্ট্র)
৩) জেমস রবিনসন (যুক্তরাষ্ট্র)