Solution
Correct Answer: Option C
- জি ২০ বা গ্রুপ অব ২০ এর সদস্য হলো ১৯ টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন।
- ১৯ টি দেশ হলোঃ
১. আর্জেন্টিনা
২. অস্ট্রেলিয়া
৩. ব্রাজিল
৪. কানাডা
৫. চীন
৬. ফ্রান্স
৭. জার্মানি
৮. ভারত
৯. ইন্দোনেশিয়া
১০. ইতালি
১১. জাপান
১২. মেক্সিকো
১৩. কোরিয়া প্রজাতন্ত্র
১৪. দক্ষিণ আফ্রিকা
১৫. রাশিয়া
১৬. সৌদি আরব
১৭. তুরস্ক
১৮. যুক্তরাজ্য
১৯. যুক্তরাষ্ট্র।