ভারী পানি (Heavy Water) এর সংকেত কোনটি?
A H2O2
B HD2
C HDO2
D D2O
Solution
Correct Answer: Option D
- ভারী পানির রাসায়নিক নাম ডিউটেরিয়াম অক্সাইড।
- হাইড্রোজেনের ১টি নিউট্রন বিশিষ্ট আইসোটোপকে ডিউটেরিয়াম বলে।
- একে D দ্বারা প্রকাশ করা হয়।
- তাই ভারী পানির সংকেত D₂O লেখা হয়।