ABACUS কোন দেশে আবিষ্কৃত হয়েছিল?

A আমেরিকা

B চীন

C জাপান

D কোরিয়া

Solution

Correct Answer: Option B

- খ্রিস্টপূর্ব ৫০০ অব্দে চীনে ABACUS নামে এক ধরনের গণনা যন্ত্র ব্যবহার করা হতো।
- অ্যাবাকাস এক প্রকার গণনা যন্ত্র। প্রাচীনকালে একটি ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তনের মাধ্যমে এই যন্ত্র দিয়ে গণনা করা হতো।
- কম্পিউটারের ইতিহাসে অ্যাবাকাসকে প্রথম গণনা যন্ত্র হিসেবে ধরা হয়।
- গাণিতিক হিসাবের জন্য ব্যবহ্নত প্রথম যন্ত্র হচ্ছে অ্যাবাকাস।অ্যাবাকাস দ্বারা যোগ,বিয়োগ,গুণ ও ভাগের মত সাধারণ গাণিতিক কাজ ছাড়াও বর্গমূল ও বর্গ নিরুপণ করা হত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions