একটি ত্রিভূজের দু'টি বাহুর দৈর্ঘ্য ৪ ও ৮ ইঞ্চি। তৃতীয় বাহুর দৈর্ঘ্য __ ইঞ্চি বেশি এবং __ ইঞ্চি কম হবে।
A ২, ৩
B ৪, ১২
C ০, ১২
D ৪, ৮
Solution
Correct Answer: Option B
একটি ত্রিভুজের যে কোন ২ বাহুর সমষ্টি ৩য় বাহু অপেক্ষা বেশি।
∴ দুইটি বাহু ৪ ও ৮ ইঞ্চি হলে ৩য় বাহু ৪ ইঞ্চি থেকে বেশি এবং ১২ ইঞ্চি থেকে কম হবে।