ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ঃ৪ঃ৫ হলে সবচেয়ে বড় কোণটির মান কত ?
Solution
Correct Answer: Option C
ধরি, ত্রিভুজের তিনটি কোণের মান যথাক্রমে ৩ক, ৪ক ও ৫ক
আমরা জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি = ১৮০ ডিগ্রী
বা, ৩ক+৪ক+৫ক = ১৮০
বা, ১২ক = ১৮০
∴ ক = ১৫
∴ বৃহত্তম কোণ = ৫×১৫ =৭৫ ডিগ্রী