Solution
Correct Answer: Option A
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি নাগরিকদের স্মরণে ১৯৫৫ সালে জাপানের নাগাসাকি শহরের 'নাগাসাকি শান্তি উদ্যানে' স্থাপন করা হয় 'পিস স্ট্যাচু'।
- জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে এমন দেশগুলো এই উদ্যানে ভাস্কর্য নির্মাণ করতে পারে।
- এই উদ্যানটি বর্তমানে 'বিশ্বজনীন শান্তি ও নিরাপত্তা'র প্রতীক হয়ে উঠেছে।
- অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জাপানি দূতাবাসের সামনে 'স্ট্যাচু অব পিস' অবস্থিত।
- এটি 'কমফোর্ট ওমেন স্ট্যাচু' নামেও পরিচিত।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সেনাবাহিনী কর্তৃক যৌন দাসত্বের শিকার কোরীয় নারীদের প্রতীক।