‘আয়ু যেন পদ্ম পাতায় নীর’ এই বাক্যে ‘পদ্ম পাতায়’ কোন কারক?
A কর্মকারক
B অধিকরণ কারক
C অপাদান কারক
D করণ কারক
Solution
Correct Answer: Option B
ক্রিয়া সম্পাদনের কাল এবং আধার বা স্থানকে বলা হয় অধিকরণ কারক। তাই এই বাক্যে ‘পদ্ম পাতায়’ অধিকরণ কারক হবে কারণ এটি স্থানকে নির্দেশ করে