‘বাধন-হারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
Solution
Correct Answer: Option B
কাজী নজরুল ইসলাম মাত্র তিনটি উপন্যাস রচনা করেন।
এগুলো হলোঃ
বাঁধনহারা;
কুহেলিকা;
মৃত্যুক্ষুধা
উল্লেখ্য, 'বাধনহারা' বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
'মৃত্যুক্ষুধা তার রচিত শ্রেষ্ঠ উপন্যাস।
আর 'কুহেলিকা' বাংলা সাহিত্যে সন্ত্রাসী বিপ্লবের উপর লিখিত একটি উপন্যাস।