৫ টি দেশকে Veto ক্ষমতা দেওয়া হয় কোন সম্মেলনে ?

A ওয়াশিংটন ডি সি সম্মেলন

B ইয়াল্টা কনফারেন্স

C ভার্জিনিয়া সম্মেলন

D সানফ্রান্সিসকো সম্মেলন

Solution

Correct Answer: Option B

জাতিসংঘ প্রতিষ্ঠার ইতিহাসঃ
=============================
লন্ডন ঘোষণা : ১২ জুন ১৯৪১, জেমস প্রাসাদ, লন্ডন, ইংল্যান্ড
- ‘লন্ডন ঘোষণাপত্র' স্বাক্ষর জাতিসংঘ গঠনের প্রাথমিক পদক্ষেপ।

আটলান্টিক সনদ : ১৪ আগস্ট ১৯৪১, ব্রিটিশ রণতরী, আটলান্টিক মহাসাগর
- জাতিসংঘের মেরুদণ্ডরূপে ‘আটলান্টিক সনদ’ প্রচার।

ওয়াশিংটন সম্মেলন : ১ জানুয়ারি ১৯৪২, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
- সম্মিলিত জাতিসংঘ ঘোষণা।

মস্কো সম্মেলন : ১৯— ৩০ অক্টোবর ১৯৪৩, মস্কো, রাশিয়া (সো. ইউনিয়ন)
- সাধারণ নিরাপত্তা সংক্রান্ত চার-জাতি ঘোষণা’ গ্রহণ ।

তেহরান সম্মেলন : ২৮ নভেম্বর—১ ডিসেম্বর ১৯৪৩, তেহরান, ইরান
- সকল দেশকে সদস্য হওয়ার আহ্বান।

ডাম্বারটন-ওকস সম্মেলন : ২১ আগস্ট— ২৮ সেপ্টেম্বর ১৯৪৪, ডাম্বারটন ওকস, যুক্তরাষ্ট্র
- সাধারণ আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার প্রস্তাবসমূহ’ নামে ভবিষ্যত সংগঠনের সনদের খসড়া প্রণয়ন 

ইয়াল্টা সম্মেলন : ৪– ১১ ফেব্রুয়ারি ১৯৪৫, ইয়াল্টা, ক্রিমিয়া
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ ও ভেটো ক্ষমতা প্রদান ।

সান ফ্রান্সিসকো সম্মেলন : ২৫ এপ্রিল—২৬ জুন, ১৯৪৫, সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
- ৫০টি রাষ্ট্রের জাতিসংঘ সনদে স্বাক্ষর দান ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions