একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ২ গুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ২৮৮ বর্গফুট হলে এর পরিসীমা কত?
Solution
Correct Answer: Option B
মনে করি,
আয়তক্ষেত্রের প্রস্থ = ক মি.
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২ক ফুট
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ২ক২ ব.ফুট
প্রশ্নমতে,
২ক২ = ২৮৮ ফুট
বা, ক২ =১৪৪
বা, ক২ = ১২২
বা, ক = ১২
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ × (২ক + ক) ফুট
= ৬ক ফুট
= (৬ × ১২)
= ৭২ ফুট