কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে ?

A ধন অপেক্ষা মান বড়

B তোমাকে দিয়ে কিছু হবে না

C ঢং ঢং ঘন্টা বাজে

D লেখাপড়া কর, নতুবা ফেল করবে

Solution

Correct Answer: Option D

- যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে সমুচ্চয়ী অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় বলে।
- কিংবা, বা, অথবা, নতুবা, না হয়, নয়তো ইত্যাদি বিয়োজক অব্যয়।
- যেমন: লেখা পড়া কর, নতুবা ফেল করবে। প্রদত্ত উদাহরণে 'নতুবা' অব্যয়টি দুটি বাক্যের মধ্যে বিয়োগ সম্বন্ধ ঘটাচ্ছে।
- ধন অপেক্ষা মান বড় (অনুসর্গ অব্যয়); তোমাকে দিয়ে কিছু হবে না (অনুসর্গ অব্যয়); ঢং ঢং ঘণ্টা বাজে (অনুকার অব্যয়)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions