মধুসূদন দত্ত রচিত 'বীরাঙ্গনা'-

A মহাকাব্য

B পত্রকাব্য

C গীতিকাব্য

D আখ্যান কাব্য

Solution

Correct Answer: Option B

মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’ কাব্যটি বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য
- ১৮৬২ সালে প্রকাশিত এই কাব্যটি রোমান কবি পাবলিয়াস ওভেদিয়াস নাসো সংক্ষেপে ওভিদের ‘Heroides’ কাব্যের অনুসরণে রচিত।
- এ কাব্যে মোট এগারোটি পত্র আছে।
- পৌরাণিক নারীরা মধুসূদনের হাতে আধুনিক মানুষ হিসেবে পুনর্জাগরিত হয়ে এ কাব্যে নিজেদের প্রণয়-কামনা ব্যক্ত করেছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions