কার্টাগেনা প্রটোকল হচ্ছে-

A জাতিসংঘের যুদ্ধ মোকাবেলা সংক্রান্ত চুক্তি

B জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক চুক্তি

C জাতিসংঘের নারী অধিকার বিষয়ক প্রটোকল

D জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি

Solution

Correct Answer: Option D

- জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি হল 'কার্টাগেনা প্রটোকল '। 
- ১৯৯৯ সালে কলম্বিয়ার কার্টাগেনা শহরে জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তিটি ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। 
- কিন্তু চুক্তিটি ২৯ জানুয়ারি ,২০০০ সালে কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত হয় ।
- বাংলাদেশ ২০০০ সালের ২৪ মে কার্টাগেনা প্রটোকলে স্বাক্ষর করে এবং ২০০৪ সালের ৫ মে এটি অনুমোদন করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions