কোন একটি সংখ্যার ২৫% যদি ঐ সংখ্যার ৩০% এর চেয়ে ১৫ কম হয়, তবে সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option C
মনেকরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
ক এর ২৫% = ক এর ৩০% - ১৫
বা, ২৫ক/১০০ =৩০ক/১০০ - ১৫
বা, ৩০ক/১০০ - ২৫ক/১০০ = ১৫
বা, (৩০ক - ২৫ক)/১০০ = ১৫
বা, ৫ক/১০০ = ১৫
বা, ৫ক = (১০০ × ১৫)
বা, ক = (১০০ × ১৫)/৫
∴ ক = ৩০০