Solution
Correct Answer: Option A
- ‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দ: নলিনী, পঙ্কজ, রাজীব, উৎপল, কমল, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, তামরস, সরোবর, কোকনদ, সরোজ, সরসিজ, পুষ্কর।
- 'পুষ্প' শব্দের প্রতিশব্দ: প্রসূন, কুসুম, রঙ্গন, ফুল।
- ‘শিতাংশু' ও ‘শশধর’ অর্থ চাঁদ; ‘কামিনী' অর্থ নারী বা ফুলবিশেষ।