'ব্যক্ত প্রেম' ও 'গুপ্ত প্রেম' কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?

A খেয়া

B মানসী

C কল্পনা

D সোনারতরী

Solution

Correct Answer: Option B

রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যপ্রতিভার পূর্ণ বিকাশ হয় মানসী কাব্যে। এটি ১৮৯০ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ মোট ৫৬টি।
 তার রচিত কাব্যগ্রন্থঃ
- বনফুল (১৮৮০)
- কবিকাহিনী
- চিত্রাঙ্গদা
- সোনার তরী
- নদী
- চিত্রা
- চৈতালি
- পুনশ্চ
- গীতাঞ্জলি
- বনবাণী
- আকাশপ্রদীপ
- পত্রপুট
- শ্যামলী
- সেঁজুতি 
- কল্পনা
- ক্ষণিকা
- পূরবী
- মহুয়া
- সন্ধ্যাসঙ্গীত
- ছবি ও গান
- শৈশব সঙ্গীত
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী
- কড়ি ও কোমল ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions