একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?
A ৬০ বর্গ মিটার
B ৬৫ বর্গ মিটার
C ৫৫ বর্গ মিটার
D ৭০ বর্গ মিটার
Solution
Correct Answer: Option A
ধরি, প্রস্থ x মি এবং দৈর্ঘ্য =(x+৪)মিটার
প্রশ্নমতে, ২(x+৪+x)=৩২
বা, ২x+৪ = ১৬
বা, ২x = ১২
বা, x = ৬
অতএব প্রস্থ =৬ মিটার এবং দৈর্ঘ্য =(৬+৪)=১০ মি
অতএব ক্ষেত্রফল =(১০×৬)মি=৬০ বর্গমিটার