'বক্ষ > বইক্খ' কী ধরনের ধ্বনির পরিবর্তনের উদাহরণ?
Solution
Correct Answer: Option B
- পরের ই-কার আগে উচ্চারিত হলে বা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
- অর্থাৎ পরের 'ই' কার ও 'উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি বলে।
- যেমন: সাধু > সাউধ [(স্+আ+ধ+উ) > (স্+আ+‘উ'+ধ)]।
- ক্ষ ও জ্ঞ এর অন্তর্নিহিতি ই-ধ্বনির অপিনিহিতি: বক্ষ > বইক্খ; লক্ষ > লইক্খ ।