'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।'- উক্তিটি কার?

A কাজী নজরুল ইসলাম

B রবীন্দ্রনাথ ঠাকুর

C গোলাম মোস্তফা

D শেখ ফজলুল করিম

Solution

Correct Answer: Option A

সুন্দর হে দাও দাও সুন্দর জীবন । হউক দূর অকল্যাণ সকল অশোভন। উক্তিটি কাজী নজরুল ইসলামের।
রেফা: চন্দ্রবিন্দু (১৯৩১) ১৮২ পৃ. ৩৯ নং কবিতা।

কাজী নজরুল ইসলামের উক্তিঃ
- ‘দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নীচে ফেলে’।
- ‘এ ধরার মাঝে তুলিয়া নিনাদ চাহি না করিতে বাদ প্রতিবাদ’।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions