উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনবর্ণ কয় ভাগে বিভক্ত?
A ৭ ভাগ
B ৫ ভাগ
C ৬ ভাগ
D ৪ ভাগ
Solution
Correct Answer: Option B
- বাংলায় ব্যঞ্জনধ্বনির বর্গীয় ধ্বনি ২৫টি ।
- ক থেকে ম পর্যন্ত পঁচিশটি স্পর্শধ্বনিকে উচ্চারণের দিক থেকে পাঁচটি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয়েছে ।
- প্রতি গুচ্ছের প্রথম ধ্বনিটির নামানুসারে সে গুচ্ছের সবগুলো ধ্বনিকে বলা হয় ঐ বর্গীয় ধ্বনি ।